• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেনেজুয়েলায় ‘স্থল হামলার’ ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫০ এ.এম.
মার্কিন সেনাদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে শিগগিরই স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মাদক চোরাচালান নেটওয়ার্ক দমনে এই সামরিক অভিযান পরিচালিত হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মার্কিন সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক চোরাকারবারিদের আটকাতে সফল হয়েছেন। সমুদ্রপথে মাদক আসা প্রায় বন্ধ। এখন তারা স্থলপথে সক্রিয় হতে চাইছে—তাই আমরা স্থল অভিযান শুরু করব। খুব শিগগিরই এ হামলা শুরু হবে। আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করার শেষ সতর্কতা এটি।”

গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতির মধ্যে ট্রাম্পের এই মন্তব্যকে হামলার সরাসরি ইঙ্গিত বলে বিশ্লেষকরা মনে করছেন।

অন্যদিকে পেন্টাগন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর কয়েক সহযোগীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য’ হিসেবে চিহ্নিত করেছে। ফলে যুক্তরাষ্ট্র এখন তাদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তবে সামরিক আঘাত হানবে কি না—সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

মাদকবিরোধী অভিযানের নামে নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৮০ জনকে হত্যার কথা জানিয়েছে। পাশাপাশি ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ এর অংশ হিসেবে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়