• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগাম আলু চাষে আশাবাদী চাঁদপুরের কৃষকরা

চাঁদপুর প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ১২:১৮ পি.এম.
তেগুরিয়া মাঠে আগাম আলু রোপণে ব্যস্ত কৃষকরা- ছবি-ভিওডি বাংলা

নতুন মৌসুমে আগাম আলুর ভালো ফলন ও ন্যায্য বাজার মূল্যের প্রত্যাশায় চাঁদপুরের কচুয়া উপজেলার কৃষকরা আশাবাদী। মাঠে দেখা যাচ্ছে তাদের ব্যস্ততা, স্বপ্ন এবং পরিশ্রমের এক অনন্য সমাহার।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার কৃষকরা আগাম আলুর আবাদে আরও বেশি উৎসাহ দেখাচ্ছেন। চলতি মৌসুমে কচুয়া উপজেলায় আলু আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮২৫ হেক্টর জমিতে, যার বেশিরভাগই আগাম জাতের আলু।

উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকরা ট্রাক্টর দিয়ে জমি চষছেন, কোদাল-নাঙ্গল হাতে বেড তৈরি করছেন, কীটনাশক স্প্রে করছেন, সার প্রয়োগ করছেন এবং বীজ আলু বাছাই করছেন। সব মিলিয়ে জমিতে আগাম আলু রোপণের প্রস্তুতি চলছে।

কিছু কৃষক বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে জানাচ্ছেন। পাশাপাশি, কৃষি অফিসের প্রত্যাশিত সহায়তা ও পরামর্শ সময়মতো না পাওয়ার অভিযোগও করেছেন। তারা মনে করেন, ব্যয় যতই বেড়াক, আলু বিক্রির সময় যদি ন্যায্য দাম পাওয়া যায়, তবে সব কষ্ট সার্থক হবে।

তেগুরিয়া বিলের কৃষকরা আশা করছেন, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলে আগাম আলুর ফলন ভালো হবে। শীতের আগে জমি প্রস্তুত করে রোপণ করতে পারলে বাজারে প্রথম দিকে আলু বিক্রি করে ভালো লাভ হয়।

কৃষক জাহাঙ্গীর আলম প্রধান ও আবুল বাসার জানান, “গত বছর আলুতে ক্ষতি হয়েছিল। তবে এ বছর আবহাওয়া ঠিক থাকলে আগাম আলু থেকে ভালো লাভ হবে, এজন্য দ্রুত জমি প্রস্তুত করছি।”

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম মিয়াজী বলেন, “কচুয়ার বিভিন্ন এলাকায় আগাম আলুর আবাদ শুরু হয়েছে। কৃষকরা খুব ব্যস্ত সময় পার করছেন। আমরা মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল