তৃতীয় বিশ্বের নাগরিকদের অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আসা নাগরিকদের জন্য অভিবাসন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণায় শিক্ষা, চাকরি ও উন্নত জীবনের খোঁজে যুক্তরাষ্ট্রে আসা হাজার হাজার মানুষ প্রভাবিত হবেন।
ট্রাম্প তার সামাজিকমাধ্যম পোস্টে জানান, অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ও জীবনমানকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই দেশকে ‘সম্পূর্ণ পুনরুদ্ধারের’ জন্য কঠোর পদক্ষেপ প্রয়োজন। তিনি বাইডেন আমলে অনুমোদিত ‘মিলিয়ন সংখ্যক’ অভিবাসন অনুমতিও বাতিল করবেন।
এছাড়া তিনি অভিবাসীদের জন্য সরকারি সুবিধা ও ভর্তুকি বন্ধ করার পাশাপাশি ‘ঘরোয়া শান্তি নষ্টকারী’ নাগরিকদের নাগরিকত্ব বাতিল করার হুঁশিয়ারিও দিয়েছেন।
এদিকে, হোয়াইট হাউসের দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর বন্দুকধারীর হামলার পর এই ঘোষণা এসেছে। ট্রাম্প এটিকে বাইডেন আমলের ‘ভুল ভেটিং প্রক্রিয়া’র ফল বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, বিশ্বের ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড পুনঃপর্যালোচনা করা হবে। জুন মাসে হোয়াইট হাউসের একটি ঘোষণায় ১২টি দেশের নাগরিকদের ওপর পুরো নিষেধাজ্ঞা এবং ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
পূর্ণ নিষিদ্ধ দেশগুলো: আফগানিস্তান, বার্মা/মিয়ানমার, চাদ, রিপাবলিক অফ দ্য কঙ্গো, ইকোয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন।
আংশিক নিষিদ্ধ দেশগুলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা।
ভিওডি বাংলা/জা







