• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ বাংলাদেশি ফেরত

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পি.এম.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর -ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় বিশেষ সামরিক ফ্লাইটে আরও ৩৯ জন বাংলাদেশি দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা এই কর্মীদের মধ্যে ২৬ জন নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে, এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ৩৪ জন শ্রমিক ব্রাজিল গিয়ে জনশক্তি ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে এরপর মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে প্রবেশ করেছিলেন। মার্কিন প্রশাসন তাদের বসবাসের আবেদন প্রত্যাখ্যান করে দেশে ফেরত পাঠায়।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “একেকজন ৩০-৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফিরেছেন। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং দায়িত্বহীন। প্রেরক এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ার দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।”

বিমানবন্দর সূত্র জানায়, আগের ফ্লাইটে ফেরত আসা বাংলাদেশিদের হাতে হাতকড়া ও পায়ে শেকল থাকলেও শুক্রবার ফেরত আসা ৩৯ জনের ক্ষেত্রে তা করা হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করেছে। চলতি বছরে একাধিক দফায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায়। আশ্রয় আবেদন ব্যর্থ হলে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে এই প্রক্রিয়া দ্রুততর হওয়ায় চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন