মানবিক বিপর্যয়ে দেশের পাশে লঙ্কান ক্রিকেটাররা

পাকিস্তান সফরে মাঠের সাফল্য পেলেও শ্রীলঙ্কা দল আনন্দে ভাসতে পারছে না—কারণ দেশজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্টি হয়েছে বৃহৎ মানবিক সংকট। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সফরের পুরো ম্যাচ ফি ও ভাতা দান করার সিদ্ধান্ত নিয়েছে পুরো শ্রীলঙ্কা দল।
চলমান দুর্যোগে ইতোমধ্যে ৫৬ জনের মৃত্যু, বহু মানুষ নিখোঁজ। ভারী বৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে ৫ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন,
“দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মানুষ যা পার করছে, তা অত্যন্ত দুঃখজনক। দল হিসেবে সিদ্ধান্ত হয়েছে—পাকিস্তান সিরিজের সফরের সব অর্থ ও ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করা হবে। দেশে ফিরে আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”
তিনি সবাইকে জাতীয় নির্দেশনা মেনে নিরাপদে থাকার আহ্বান জানান।
মাঠে লড়াই করলেও খেলোয়াড়দের মন পড়ে আছে দেশের মানুষের কষ্টে—এ কারণেই তাদের মানবিক সিদ্ধান্ত শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
ভিওডি বাংলা/ আরিফ







