‘ম্যাডাম আমাদের চিনেছেন, সালামের জবাবও দিয়েছেন’: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাবও দিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা আব্বাস বলেন, “আমরা একটু দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন, সালামের রিপ্লাই দিয়েছেন।”
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় খালেদা জিয়ার ওপর যে অত্যাচার করা হয়েছে তার ফল এখন দেখা যাচ্ছে। “এই ভালো থাকেন, এই খারাপ থাকেন-এই অবস্থার মধ্যেই আছেন তিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি এখন স্ট্যাবল নন। আরও উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন।”
বিএনপির এই নেতা বলেন, “শি ইজ নট পারফেক্টলি অলরাইট… রিকভারি হতেও পারে, ইনশা আল্লাহ। তার সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করবো।”
দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু মসজিদ-মাদরাসা নয়, ব্যক্তিগতভাবেও সবাই যেন ম্যাডামের জন্য দোয়া করেন।”
এর আগে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে দোয়া চান। শুক্রবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও। পরে তিনি ফেসবুকে লেখেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন।”
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি মেডিকেল বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।
ভিওডি বাংলা/জা







