বীর-শাকিব খান প্রসঙ্গে খোলামেলা কথা বললেন বুবলী

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী রাজধানীর এক ফ্যাশন ইভেন্টে হাজির হয়ে আবারও সকলের নজর কাড়েন। জাঁকজমকপূর্ণ বধূবেশে হাজির বুবলী সাংবাদিকদের সঙ্গে আলাপে তার বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ইভেন্টে বুবলী রাজকীয় সাজে ছিলেন-গাঢ় বেগুনি লেহেঙ্গা শাড়ি, সোনালি-রুপালি সুতায় কারুকাজ এবং ঝিলিকময় পাথরের কাজ। নিজের বিয়ের স্মৃতি শেয়ার করে বুবলী বলেন, “আমার বিয়ের সাজ খুবই সিম্পল ছিল। মিডিয়া ব্যক্তিত্ব হওয়ায় অনুষ্ঠানটি বড় হয়নি, ঘরোয়া আড্ডা আকারে হয়েছিল। তবে নিজের মতো করেই সাজি সেজেছিলাম-ন্যাচারাল লুক।”
বুবলী হাসিমুখে জানান, বিয়েবাড়িতে খাবারের ক্ষেত্রে তাদের পছন্দ এক-মাছ ও সবজি। তিনি বলেন, “ঢুকলেই চোখের ক্ষুধা আগে কাজ করে! আমাদের দুজনেরই মাছ ও সবজি খুব প্রিয়।”

বুবলী বলেন, “আমাদের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। বীরের বাবা শাকিবও তাকে শিখিয়েছেন, কোনো মেয়েকে ভালো লাগলে প্রথমে মায়ের সঙ্গে পরিচয় করাতে হবে। এই খুনসুটি আমি উপভোগ করি।”
প্রশ্নের জবাবে বুবলী বলেন, “আল্লাহ যদি তৌফিক দেন, আমি আমার ছেলের বউয়ের বন্ধু হতে চাই। রান্না করব একসঙ্গে, ঘুরতে যাব, গল্প করব-যেন দুজনের সম্পর্ক বন্ধুতা ভরা।”
এদিকে বর্তমানে শবনম বুবলী ব্যস্ত সময় পার করছেন তার নতুন সিনেমা ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’র শুটিংয়ে। মুক্তির অপেক্ষায় আছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি কাজ। প্রায় এক দশকের ক্যারিয়ারে ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।
বুবলী ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ এর শুটিং করছেন।
ভিওডি বাংলা/জা







