মুন্সীগঞ্জ-১ আসনে আব্দুল্লাহকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান–শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ শেখ মো. আব্দুল্লাহকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন দুই উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় সিরাজদীখানের শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সনাতন ধর্মাবলম্বী ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি দাবি করেন, গত চার দশকে খালেদা জিয়া জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় লড়াই করেছেন।
তিনি বলেন, “ফ্যাসিবাদের কাছে মাথা নত না করা, কারাবরণকে হাসিমুখে নেওয়া এবং অসুস্থ অবস্থায়ও জনগণের অধিকার নিয়ে কথা বলা—এগুলোই তার জীবনের বড় সংগ্রাম।” তিনি আরও জানান, নেত্রীর সংকটাপন্ন অবস্থায় তাদের ভরসা এখন কেবল প্রার্থনা।
ভোটের দিনকে কেন্দ্র করে শঙ্কার বিষয়েও কথা বলেন গয়েশ্বর রায়। তার ভাষায়, “যদি নেত্রী না থাকেন, আমাদের আনন্দ ফুরোবে। এমনকি ভোট হবে কি না—সংশয়ও তৈরি হতে পারে।”
তিনি বলেন, এবারের নির্বাচন শুধু একজন সংসদ সদস্য নির্বাচনের বিষয় নয়; বরং রাষ্ট্র কাঠামোর বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি করবে। “নারী-পুরুষ, হিন্দু-মুসলমান, ধনী-গরিব—যেখানে কারও মধ্যে বৈষম্য থাকবে না,” এমন রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা চান তিনি।
সিরাজদীখানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও তুলে ধরে তিনি বলেন, “এ জায়গাটি আমার খুব পরিচিত। আমার বাসা থেকে মাত্র একটি ছোট নদীর ব্যবধান।” সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি প্রমাণ করে তারা শেখ মো. আব্দুল্লাহকে ভালোবাসেন বলেও মন্তব্য করেন গয়েশ্বর রায়। তিনি দলীয় ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
সমাবেশে উপজেলাভিত্তিক বিএনপি, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাসহ দুই উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতা, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজকর্মী—মোট প্রায় ১০ হাজার সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ






