• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
কারাবন্দি ইমরান খান-শশী থারুর-ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও এমপি শশী থারুর। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা ঠিক না হলেও ইমরান খানের বিষয়ে পাকিস্তান সরকারের নীরবতা নানা গুজবের জন্ম দিচ্ছে, যা উদ্বেগজনক।

শুক্রবার (২৯ নভেম্বর) এএনআইকে শশী থারুর বলেন, “যদিও আমি মনে করি যে অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো উচিত নয়, তবে ইমরান খানের ইস্যুটি অবশ্যই খানিকটা হলেও উদ্বেগজনক এবং তার প্রধান কারণ এ ব্যাপারে পাকিস্তানের সরকারের নিশ্চুপ থাকার ব্যাপারটি। ইসলামাবাদের নিশ্চুপ থাকার জেরে বিভিন্ন গুজব উঠছে এবং জনগণের উদ্বেগও বাড়ছে। অনেকে বলছেন, সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটি ( কারাগারে ইমরান খানের মৃত্যু) ঘটে গেছে। কিন্তু তারপরও পাকিস্তানের সরকার এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না। এই ধরনের নীরবতা খারাপ।” 

সম্প্রতি ইমরান খানের বর্তমান অবস্থা জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইমরান খানের ছোটো ছেলে কাসিম খান। সাক্ষাৎকারে সে বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেন, “আপনারা নিশ্চয়ই তার ছেলের বার্তা দেখেছেন। তার ছেলে বাবা জীবিত থাকার প্রমাণ দাবি করেছে। সে দাবি জানানোর পরও আপাতভাবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ কেউ হাজির করেনি। এটা অবশ্যই উদ্বেগের ব্যাপার।”

“আমি ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে এসব কথা বলছি। এটা আমাদের কূটনীতির অংশ নয় এবং পুরোপুরি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। আমি যা বলছি-পুরোপুরি মানবিক জায়গা থেকে। তিনি একজন ভদ্রলোক, একজন ক্রিকেট কিংবদন্তী এবং বিশ্বজুড়ে তার ভক্ত-অনুরাগী ছড়িয়ে আছে।”
 
“আরেকটি কথা হলো, আপনি চাইলেই কাউকে কারাগারে পাঠাতে বা গুম করে ফেলতে পারেন না। তাই আমার মতে, ইমরান খানের সর্বশেষ অবস্থা ইসলামাবাদের স্পষ্ট করা উচিত।”

প্রসঙ্গত, কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আরোহন করবেন-তা নিয়ে সেনবাহিনীর সঙ্গে দন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে ২০২২ সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হন।

এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামী হিসেবে ২০২৩ সাল থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি।

২০১৮ সালে সেনাসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও বিভিন্ন দ্বন্দ্বের জেরে ২০২২ সালে অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর একের পর এক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে আটক আছেন তিনি।

সম্প্রতি ইমরান খানের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে পোস্ট করেছেন তার ছেলে কাসিম খান। তিনি বলেন, ইমরান খানের নিরাপত্তা ও কারাগারের অমানবিক পরিবেশের পুরো দায় পাকিস্তান সরকারের।

সূত্র : ফার্স্টপোস্ট

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়