• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে আমিনুল হক বলেন, “একদিন বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— আমি প্রধানমন্ত্রী হতে চাই না; আমি শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং দেশের মানুষ ভালো থাকুক।” তিনি বলেন, নেত্রীর সেই কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

আমিনুল হকের দাবি, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া জীবন–মৃত্যুর লড়াই করছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী দোয়া করছে।

দোয়া মাহফিলে মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত