• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ডিটওয়াহের তাণ্ডব, মৃত ২শ’

আন্তর্জাতিক ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
ঘূর্ণিঝড় ডিটওয়াহের পর শ্রীলংকার প্লাবিত একটি এলাকার দৃশ্য -ছবি: সংগৃহীত

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভূমিধসে শ্রীলংকার রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এই দুর্যোগে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।

সোমবার  (১ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১৮ জন।

ঘূর্ণিঝড়ের আঘাতে মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়া গাছ ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করার কাজ শুরু করায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

ডিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পরিস্থিতির চাপে প্রায় দুই লাখ মানুষ ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়