• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল

দেশে অবাধ–সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর দেশের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেক আন্দোলন, অনেক রক্ত–আত্মত্যাগের পর আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।’

সোমবার (১ ডিসেম্বর)  গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন মির্জা ফখরুল। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ফখরুল বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বেশ কয়েকটি সংস্কার কমিশন কাজ করছে। এসব কমিশনের মাধ্যমে দলগুলো সংস্কারের সনদে সই করেছে। তাঁর ভাষায়, ‘অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও সেইভাবেই চলছে। আমরা আশাবাদী—দেশের মানুষ এই সুযোগে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন।’

তিনি আরও দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে জানে—দায়িত্ব পেলে দলটি দেশকে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতির পথে নিয়ে যেতে পারবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন, তিনি অত্যন্ত অসুস্থ এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। ‘আমরা তাঁর সুস্থতা কামনা করছি। দেশবাসীও তাঁর জন্য দোয়া করছেন,’ বলেন তিনি।

বিএনপিতে যোগ দিয়ে ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি দু’বার গণতন্ত্র রক্ষা করেছে—এটি বিরল উদাহরণ। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আজও মানুষ গর্ব করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য নতুন অনেক কিছু নিয়ে আসবেন—যা অতীতে দেখা যায়নি।’

রেজা কিবরিয়া স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে দলের ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের