• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাকিবের পরামর্শে পেশাগত জায়গা আলাদা রাখছেন অপু

বিনোদন ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পি.এম.
ঢালিউড কুইন অপু বিশ্বাস-শাকিব খান-ছবি: সংগৃহীত

সাময়িক বিরতি পেরিয়ে ঢালিউড কুইন অপু বিশ্বাস নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি নিয়ে দর্শকের সামনে ফিরেছেন। ডিসেম্বরেই তার নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির শুটিং শুরু হতে পারে, যেখানে নায়ক হিসেবে থাকবেন আদর আজাদ। 

এদিকে, বেশ লম্বা বিরতির পর নতুন উদ্যমে কাজ ফিরতে যাচ্ছে অপু বিশ্বাস। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির শুটিং, যেখানে তার নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে। এমন আবহের মাঝেই সম্প্রতি নিজের নতুন ছবি, পেশাগত জীবন ও সোশ্যাল মিডিয়ার নানা আলোচনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নায়িকা।

এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে আসা এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট করেন, পেশাগত জায়গায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নন তিনি। সোশ্যাল মিডিয়ায় বারবার একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি এমন কোনো কথা বলতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে। 

নায়িকার কথায়, এমন কোনো কথা আমি আপনাদেরকে বলে বিতর্ক সৃষ্টি করব না, যেটা দিয়ে বারবার আমাকেই আপনারা তীর ছুড়ে দেবেন। সো আমার কাছে মনে হয় যে, এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলবো না, যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে।

নিজের সুন্দর চেহারার রহস্য কী- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, আমি যতটুকু জানি, মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। তো আমি মনে হয় আমার ভক্ত, দর্শক, ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছি।

অনুষ্ঠানে এক সাংবাদিক অপু বিশ্বাসের ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে মৃদু হেসে অপু বিশ্বাস পাল্টা প্রশ্ন করেন, আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক একচুয়ালি কেমন, এটা প্রশ্নের মধ্যে পড়ে?

অপুর ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, শাকিব খান তাকে পেশাগত জায়গায় ব্যক্তিগত জীবন আলাদা রাখার পরামর্শ দিয়েছেন। অপু বলেন, “ক্যামেরার সামনে গেলে তুমি শুধু একজন অপু বিশ্বাস। তোমার প্রফেশনটাকেই প্রেজেন্ট করো, ব্যক্তি জীবন নয়।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি