• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী : রাশেদ

ঝিনাইদহ প্রতিনিধি    ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পি.এম.
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বারবার তাঁকে হেনস্তা করা হয়েছে এবং ন্যূনতম চিকিৎসাও যথাসময়ে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন আরও বলেন, তারেক রহমানকে ঘিরেও দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন; তিনি গণতন্ত্রকামী মানুষেরও নেতা। দেশের মানুষ আজ তাঁর জন্য কাঁদছে—এটাই একজন নেতার বড় অর্জন।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
এ ছাড়াও দলটির নেতাকর্মী ও মাদ্রাসাশিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন