• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কমবয়সী পুরুষে সম্পর্কে নারীরা কেন বেশি প্রশ্নের মুখে পড়েন

বিনোদন ডেস্ক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা-ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বলেছেন, বয়সে কম পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করলে বা বিয়ে করলে নারীরা অযথাই বেশি সমালোচনার শিকার হন, অথচ একই কাজ করলে পুরুষদের প্রশংসাই বেশি পাওয়া যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বৈষম্যমূলক সামাজিক ধারণার সমালোচনা করেন।

আরবাজ খানের সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও তার সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে মালাইকা নতুন সম্পর্কে রয়েছেন বলে বলিউডে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, তার নতুন সঙ্গী ব্যবসায়ী হার্ষ মেহেতা, যিনি মালাইকার চেয়ে প্রায় ১৯ বছর ছোট। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে।

মালাইকা বলেন, “পুরুষরা বিচ্ছেদের পর নতুনভাবে জীবন শুরু করলে তা সহজে গ্রহণ করা হয়। হাঁটুর বয়সী নারীকেও তারা বিয়ে করলে সমাজ বাহবা দেয়। কিন্তু কোনো নারী একই সিদ্ধান্ত নিলে সমালোচনা, প্রশ্ন আর কটাক্ষই বেশি জোটে। এ প্রচলিত মানসিকতা বদলানো জরুরি।”

বলিউড সূত্র জানায়, গত কয়েক মাস ধরে হার্ষ মেহেতার সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা বাড়ছে। বিভিন্ন অনুষ্ঠান ও বিদেশ ভ্রমণে তাদের একসঙ্গে দেখা গেছে বলেও জানা গেছে। ফলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে ইন্ডাস্ট্রিতে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি