• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজা যুদ্ধবিরতি: দ্বিতীয় ধাপ ঘোষণা করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আগামী দুই সপ্তাহের মধ্যেই ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, দুই মাস আগে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখতে নতুন ধাপ চালুর উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণার প্রস্তুতি চলছে।

দ্বিতীয় ধাপ শুরু হলে গাজা পরিচালনার দায়িত্ব নেবে একটি অন্তর্বর্তী সরকার, আর নিরাপত্তার দায়িত্ব পালন করবে একটি আন্তর্জাতিক বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ঘোষণায় অন্তর্বর্তী সরকারের সদস্য এবং নিরাপত্তা বাহিনী পাঠানো দেশগুলোর নামও যুক্ত হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

কোন কোন দেশ এতে যোগ দেবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, বছরের শেষে নতুন সরকার গঠন নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তবে এর আগে মধ্যস্থতাকারী দেশ-কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের চলমান আলোচনার অগ্রগতি জরুরি।

হামাস জানিয়েছে, ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে তারা রাজি। কিন্তু ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর কাছে ক্ষমতা ছাড়তে তারা প্রস্তুত নয়। এই বোর্ডে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো বিতর্কিত নাম রয়েছে বলে খবর পাওয়া গেছে।

দুই মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস আবারও নীরবে গাজার নিয়ন্ত্রণ শক্তভাবে হাতে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি তারা জানায়, ইসরায়েলি দখলদারিত্ব চলমান থাকায় রক্ষণাত্মক অস্ত্র জমা দেওয়ার প্রশ্নই আসে না-এ ধরনের অস্ত্র রাখা ফিলিস্তিনিদের অধিকার।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়