• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘‌বাংলাদেশ গরিব দেশ নয়, নেতৃত্বের অভাব’ : জামায়াত নেতা

নীলফামারী প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পি.এম.
এ টি এম আজহারুল ইসলাম। সংগৃহীত ছবি

বাংলাদেশ গরিব দেশ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তার দাবি, দেশের সম্পদের অভাব নেই; অভাব কেবল সৎ নেতৃত্বের। তিনি বলেন, “সৎ নেতৃত্ব না থাকায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গরিব দেশ থেকে তো এত টাকা পাচার হওয়ার কথা নয়।”

রোববার (৭ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাট এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমাদের গরিব বানিয়ে রাখা হয়েছে। সৎ নেতৃত্ব ক্ষমতায় থাকলে দেশের অর্থ সুষ্ঠুভাবে ব্যয় হতো এবং বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে যেতে পারত।”

স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি দাবি করে আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। তিনি বলেন, “জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে কোরআন–সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। এতে শুধু মুসলিম নয়, অমুসলিম নাগরিকরাও উপকৃত হবেন।”

অনুষ্ঠানে উপজেলা ও জেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন