• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যারিস্টার ফুয়াদ

বিএনপির কিছু নেতা ফ্যাসিস্টদের মতো আচরণ করছে

বরিশাল প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পি.এম.
রিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার ফুয়াদ। সংগৃহীত ছবি

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, বিএনপির রাজনৈতিক অঙ্গনের কিছু অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছে। তিনি বলেন, এদের প্রতিহত না করলে আগামী নির্বাচনে বিএনপির ভোট কমে যাবে এবং তাদেরও ফ্যাসিস্টদের মতো পরিণতি হতে পারে।

সোমবার (৮ ডিসেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, বাবুগঞ্জে ব্রিজ উদ্বোধনকালে বিএনপির কিছু নেতা ও কর্মীরা তার ওপর হামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, পুলিশ এই ঘটনায় কার্যকর পদক্ষেপ নেয়নি। এছাড়া, মুলাদী উপজেলায় এলজিডি কর্মকর্তাদের অনুষ্ঠানও বিএনপির নেতাকর্মীরা পণ্ড করেছেন।

ফুয়াদ আশা প্রকাশ করেন, বিএনপি সরকার গঠন করলে এই ধরনের আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বরিশালের মীরগঞ্জ সেতু নির্মাণ সংক্রান্ত চীনা কোম্পানির সঙ্গে যোগাযোগ হলেও সন্তুষ্টিজনক ফল হয়নি।

তিনি উল্লেখ করেন, দেশের নির্বাচনী পরিবেশ এখন ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রশাসন এবং নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

প্রসঙ্গত, শনিবার বাবুগঞ্জের মীরগঞ্জে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতা শেষে ছাত্রদলের কিছু নেতাকর্মীরা তাকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে লাঞ্ছিত করেন। এরপর তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ছাত্রদল দাবি করে, ফুয়াদ তাদের চাঁদাবাজি উল্লেখ করেছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০