• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খসরুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন সেলিম

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পি.এম.
বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। ছবি: ভিওডি বাংলা

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। 
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠিত হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী নবযোগদানকারী শাহাদাত হোসেন সেলিমকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্নীতি, দমন-পীড়ন আর অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে এখন আরও সংগঠিত হতে হবে। বিএনপিতে নতুন নেতৃত্বের অংশগ্রহণ ভবিষ্যতের লড়াইকে শক্তিশালী করবে।

শাহাদাত হোসেন সেলিম যোগদান উপলক্ষে বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির রাজনীতি সবচেয়ে বাস্তবসম্মত। সে সংগ্রামে অংশ নিতেই আজ বিএনপিতে যোগ দিচ্ছি।

এ সময় বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী