• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পি.এম.
জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সংগৃহীত ছবি

জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে হোক্কাইডো। এর কিছুক্ষণ পর উপকূলে অন্তত ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে। সংস্থাটি সতর্ক করেছে—প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকাগুলোতে উচ্চ ঢেউয়ের কারণে ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা এই কম্পনের উৎপত্তিস্থল ভূগর্ভের ৫৩ দশমিক ১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত বেশ কয়েকটি বন্দর এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করতে পারে।

সূত্র: এএফপি, এনএইচকে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড