এফডিসিতে বন্ধ হচ্ছে শুটিং, শুধু গবেষণা চলবে : তথ্য উপদেষ্টা

এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) আর শুটিংয়ের কোলাহল থাকবে না; ভবিষ্যতে এখানকার পরিসর শুধুই চলচ্চিত্র গবেষণায় ব্যবহৃত হবে। শুটিং কার্যক্রম সম্পূর্ণভাবে স্থানান্তরিত করা হবে কবিরপুর ফিল্ম সিটিতে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএফডিসিতে আয়োজিত এক উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
উদ্বোধনকালে তিনি বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং ঝর্ণা স্পটের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম বলেন, “সামনে এফডিসিতে কেউ শুটিং করবেন না; শুটিং হবে কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসির জায়গা থাকবে গবেষণার জন্য। স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটি পূর্ণাঙ্গ ইকো সিস্টেমে আনা হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন। গুণগত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করে দেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।”
এছাড়া সিনেমা হল বন্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি আশ্বাস দেন, “প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
সরকারি অনুদান প্রথায় পরিবর্তনের কথা ঘোষণা করে মাহফুজ আলম বলেন, “ভালো সিনেমাকে আমরা অনুদান দেব। বাণিজ্যিক বা অবাণিজ্যিক—কোনো ধারায় বিভাজন থাকবে না। সকল ভালো সিনেমাই উপযুক্ত হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতের সরকারও এই উদ্যোগকে সমর্থন করবে।
অনুষ্ঠানে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন এবং চিত্রনায়ক বাপ্পারাজ। আয়োজনের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
ভিওডি বাংলা/ আরিফ







