• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বাসঘাতকতা নিয়ে ভাবনার আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পি.এম.
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সংগৃহীত ছবি

ছোট পর্দা থেকে বড় পর্দা—উভয় মাধ্যমেই অভিনয় দক্ষতার জন্য দর্শকের কাছে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। টিভি নাটক ‘নট আউট’ দিয়ে অভিনয়জগতে পথচলা শুরু করা ভাবনা পরবর্তীতে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি।

সম্প্রতি তার একটি পোস্ট ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও তিনি সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে পোস্টটি একজন প্রতারক পুরুষের বিশ্বাসঘাতকতা নিয়ে ছিল বলে মনে করছেন অনেকে।

পোস্টে আল্লাহর প্রতি নিজের আস্থা প্রকাশ করে ভাবনা লিখেছেন,
“একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ এমন সব কিছু দেখেন যা সে দেখতে পায় না।”

আশনা হাবিব ভাবনা।

তিনি আরও লিখেছেন, “তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি—যখন নারীটি কাঁদছিল আর পুরুষটি ভান করছিল যে সব ঠিক আছে, সেই প্রতিটি মুহূর্ত।”

ভাবনার ভাষায়, “একজন পুরুষ ভাবতে পারে তার কৃতকর্ম চিরকাল গোপন থাকবে, কিন্তু কিছুই চিরকাল লুকানো থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং নারীর হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য।”

সবশেষে অভিনেত্রী লেখেন, “বিশ্বাসঘাতকতা গোপনে হয়, কিন্তু তার প্রকাশই হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ পর্দা সরিয়ে দেন, তা শাস্তি নয়—এটাই উদ্ধার। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দম’ সিনেমার শুটিংয়ে মাইনাস ২ ডিগ্রিতে রেদওয়ান রনির দল
‘দম’ সিনেমার শুটিংয়ে মাইনাস ২ ডিগ্রিতে রেদওয়ান রনির দল
ভুয়া আইডি মেয়ে নামে, চটলেন ঐশ্বরিয়া
ভুয়া আইডি মেয়ে নামে, চটলেন ঐশ্বরিয়া
মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে
মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে