দেশজুড়ে রেললাইনে বড় ফাটল, সতর্কতায় লাল পতাকা

নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুই দিন দুইটি স্থানে রেললাইনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় সেকশন ২২৯/৪-এ নতুন ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা।
খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেন। ফলে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।
স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় লাইনে ফাটল সৃষ্টি হতে পারে। মাঝরাতের ট্রেনগুলো দ্রুতগতিতে ফাটল অতিক্রম করেছে। বারবার রেললাইন ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা বেড়ে গেছে।
আব্দুলপুর রেলওয়ে মাস্টার জামিল ও আড়ানী রেলস্টেশন মাস্টার মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোল রুমের মাধ্যমে ২২৯/৪/৫ নম্বর পিলার এলাকায় ফাটলের খবর পান। দ্রুত মিস্ত্রিরা ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জোরদার করেন।
ধীরগতিতে ট্রেন পারাপার করা হচ্ছে এবং ইতিমধ্যে চারটি ট্রেন নিরাপদে অতিক্রম করেছে। সংস্কার কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যে মেরামত সম্পন্ন হবে।
ভিওডি বাংলা/জা







