"গ্রাম আদালত কার্যক্রম" সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামে সমন্বয় সভা

"গ্রাম আদালত কার্যক্রম" সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এর সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আরিফুল ইসলাম রিগান, তামজিদ হাসান তুরাগ, মাসুদ রানা, আনোয়ার হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় সভায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালত গুলোতে সুবিধা বঞ্চিত বিচার প্রার্থীরা মোট ৩ হাজার ৮৫টি আবেদন জমা দেন। এর মধ্যে ২ হাজার ৮শ ৫২টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ২ হাজার ৭শ ৭৫টি মামলা। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
ভিওডি বাংলা/এম







