• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটিচোর চক্রের দৌরাত্ম্য

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পি.এম.
বাঁশখালীতে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটিচোর চক্রের দৌরাত্ম্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বাঁশখালীতে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটিচোর চক্রের দৌরাত্ম্য রুখতে কঠোর অবস্থানে গেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে আবাদযোগ্য জমির উপরিভাগ নষ্ট করে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ডে শফিউল আজম (৪৭) আবাদযোগ্য জমির উর্বর টপসয়েল কেটে স্তূপ করে রাখার দায়ে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন।

উক্ত অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, “কৃষিজমির উর্বরতা ধ্বংস করে কোনোভাবেই কেউ পার পাবে না। জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে চলবে।”

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ
কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ
দেশজুড়ে রেললাইনে বড় ফাটল, সতর্কতায় লাল পতাকা
দেশজুড়ে রেললাইনে বড় ফাটল, সতর্কতায় লাল পতাকা
ইজতেমার প্রথম দিনেই ২ মুসল্লির স্বাভাবিক মৃত্যু
ইজতেমার প্রথম দিনেই ২ মুসল্লির স্বাভাবিক মৃত্যু