• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পি.এম.
রেলপথ অবরোধ। ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার মিরপুরে রেলপথ অবরোধের ঘটনায় সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে রেল যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শতবর্ষী রেলস্টেশন চালু রাখা, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়নসহ ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর উপজেলা উন্নয়ন কমিটির উদ্যোগে মিরপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

অবরোধের ফলে খুলনা-রাজশাহী ও ঢাকাগামী দুটি ট্রেন আটকা পড়ে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগে সিডিউল বিপর্যয় ঘটে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেলস্টেশনটি চালু হওয়ার পর দীর্ঘদিনেও উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। অবকাঠামোর বেহাল দশা, স্টেশন মাস্টারের অভাবসহ নানা সংকটে যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব কারণে স্টেশন সংলগ্ন ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১৫ লাখ মানুষ নিয়মিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।

দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই অবরোধ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

এদিকে, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক আন্দোলনকারীদের বলেন, ‘রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে জেলা প্রশাসক জানিয়েছেন—আগামী সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এলাকাবাসীর পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে, আজকেই সকল দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না এলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

ভিওডি বাংলা/ মোশাররফ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হতাহত হয়নি
কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হতাহত হয়নি
পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন