• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পি.এম.
বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম বাঁশখালীতে মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহিদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই জাতি ভুলে যাবে না। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসাইন চৌধুরীসহ বাঁশখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপ‌জেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আ‌রিফুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমজাদ হো‌সেন, নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপ‌জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল ক‌রিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলেই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন
৫৪ বছরেও গেজেটভুক্ত হয়নি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লাল মিয়া
৫৪ বছরেও গেজেটভুক্ত হয়নি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লাল মিয়া