• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদিকে গুলি:

ফয়সাল করিমের সহযোগী দাঁতভাঙা কবির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এ.এম.
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার দাঁতভাঙা কবির-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিপিসি কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক।

র‌্যাব জানায়, গ্রেপ্তার কবির পটুয়াখালী সদর উপজেলার টিটকাটা এলাকার মৃত মোজাফফরের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করতেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

লে. কমান্ডার নাঈম উল হক আরও জানান, কবিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার পরপরই কবির আত্মগোপনে যান এবং ফতুল্লায় এক স্বজনের বাসায় আশ্রয় নেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কবির এই হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে কবির একাধিকবার প্রবেশ করেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে কবিরসহ ফয়সাল ও আলমগীর আত্মগোপনে যান।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কবিরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুইজনের একজন শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান শুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)কে শনাক্ত করে।

ইতোমধ্যে ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদিকে হত্যাচেষ্টায় পল্টন থানায় মামলা
হাদিকে হত্যাচেষ্টায় পল্টন থানায় মামলা
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন
আলমগীর মোটরসাইকেল চালায়, গুলি চালায় পেছনে বসা ফয়সাল
ডিএমপি আলমগীর মোটরসাইকেল চালায়, গুলি চালায় পেছনে বসা ফয়সাল