বরগুনা
শৃঙ্খলা ফেরাতে পুলিশের বিশেষ অভিযান

বরগুনা পৌর এলাকায় নিরাপদ রাখতে পুলিশ যানজট ও সড়ক দুর্ঘটনা হ্রাসের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। তবে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এখনও প্রাণহানির মতো ঘটনা ঘটছে।
বিজয় দিবস উপলক্ষ্যে বরগুনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা -এর উদ্যোগে বরগুনায় নিরাপত্তা জোরদার করতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সদর থানা, জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিজয় দিবসকে কেন্দ্র করে এ অভিযান সম্পর্কে বরগুনা সদর ট্রাফিক বিভাগ -এর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোঃ মেহেদী হাসান বলেন, বিজয় দিবসকে কেন্দ্র করে সড়কে নিরাপত্তা নিশ্চিতে বরগুনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এক বিশেষ অভিযান পরিচালনা করেছি। নিয়মিত অভিযানের পাশাপাশি এমন বিশেষ অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরবে অচিরেই।
ভিওডি বাংলা/ জাহিদুল/ আ







