টপ নিউজ
হাদির কফিনে বিমানবন্দরে বিএনপির ফুলেল শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পি.এম.

বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কফিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা প্রয়াত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ






