• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পি.এম.
দক্ষিণ প্লাজা স্লোগানে প্রতিধ্বনিত হচ্ছে -ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার দুই ঘণ্টা আগে থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নামে। আজ (শনিবার) দুপুর ২টায় জানাজার সময় নির্ধারিত।

আরও পড়ুন: শেষ গোসলের পর হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে

দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া এভিনিউ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত। মানুষ মিছিল নিয়ে প্রবেশ করছেন, আর সবার মুখে শোনা যাচ্ছে স্লোগান-

‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’

‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’

‘তুমি কে আমি কে, হাদি হাদি’

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাদির জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মিজানুর রহমান। তিনি জানান, “হাদিকে গুলি করার পর থেকেই রাতে ঘুমাতে পারছি না। আল্লাহর কাছে তার জন্য সবসময় দোয়া করি। তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।”

ঢাকার বাইরে থেকে আসা অয়ন চৌধুরী বলেন, “হাদির আগে আল্লাহ আমাকে নিল না কেন? এ দেশে তার মতো মানুষের প্রয়োজন ছিল অনেক।”

জানাজায় শরিক হতে আগেই মুসল্লিরা অজু করে প্রস্তুতি নিচ্ছেন। কেউ সিটি করপোরেশনের পানি ব্যবহার করছেন, কেউ নিজের কেনা পানিতে পবিত্রতা অর্জন করছেন।

মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশপথ খেজুর তলার ব্যারিকেড দিয়ে সবাইকে তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজা
জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজা
হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক
হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক
শেষ গোসলের পর হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে
শেষ গোসলের পর হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে