• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইবিতে একুশের চেতনায় কবিতা ও আলোচনার আসর

   ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ পি.এম.

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'একুশের কথা ও কবিতা' শীর্ষক সাহিত্য সভা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রবীন্দ্র নজরুল কলা ভবনের দক্ষিণে বটতলা প্রাঙ্গণে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য  অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষা, শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

এসময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ ইবির প্রথম শহিদ মিনারের স্থানে একটি মঞ্চ বানানোর দাবি উত্থাপন করেন। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, বাংলা হলো অস্তিত্বের ভাষা। বাংলায় যত স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি,  আমাদের ছোট্ট খুকু যেভাবে তার মা কে আদর করে ডাকতে পারে পৃথিবীর আর  কোনো ভাষায় এতো সুন্দর করে আবেগ দিয়ে বলতে পারে না। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাঙালির জাগরণ শুরু হয়েছিল ৪৭ এর পরে ভাষা সংগ্রামের মধ্য দিয়ে। সেই প্রতিরোধের চেতনায় আবার একাত্তরের পরিণতি। সেই চেতনায় এইব ২৪ এর অভ্যুত্থান। তিনি একুশের চেনায় এমন সাহিত্য সভার প্রশংসা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবতাবাদী দার্শনিক মোতাহের হোসেন চৌধুরী
মানবতাবাদী দার্শনিক মোতাহের হোসেন চৌধুরী
১৭ ডিসেম্বর শুরু হবে চলতি বছরের বইমেলা
১৭ ডিসেম্বর শুরু হবে চলতি বছরের বইমেলা
নীরবতা
নীরবতা