• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অমিত শাহ

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

   ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৭ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি ও বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার তিনি নির্দেশ দেন বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ, দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরার সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর অমিত শাহ ওই নির্দেশনা দিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক দশক পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অমিত শাহ বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসনের নির্দেশনাও দেন তিনি।

দিল্লির শালিমার বাঘ থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক রেখা গুপ্তের মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেকের কয়েকদিন পর ওই বৈঠক আয়োজন করা হয়। গত ২০ ফেব্রুয়ারি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রেখা গুপ্ত।

অমিত শাহর বরাত দিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশ, তাদের নথিপত্র তৈরি ও বসবাসের ব্যবস্থা করা পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, এটি কঠোরভাবে মোকাবেলা করা উচিত। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসন করতে হবে।

বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাশা অনুযায়ী, দিল্লির ডাবল ইঞ্জিন সরকার উন্নত ও নিরাপদ দিল্লি গড়ার জন্য দ্বিগুণ গতিতে কাজ করবে।

সূত্র: এএনআই

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ