• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর

   ৯ মার্চ ২০২৫, ১০:০৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মোহাম্মদপুরে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর আসিফ ও রাজিব। তাদের পৃষ্ঠপোষকতায় কিশোর গ্যাং থেকে শুরু করে অবৈধ আখড়াখানা জেনেভা ক্যাম্প দীর্ঘস্থায়ী হয়েছে। পালিয়ে গেলেও তাদের গড়ে তোলা সন্ত্রাসীদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

রবিবার (৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২-এর সিও খালিদুল হক হাওলাদার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর পরই অপরাধের স্বর্গরাজ্য হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুর। দিনে-রাতে সমানভাবে ঘটে ডাকাতি, ছিনতাই ও খুনের মতো অপরাধ। সেই মোহাম্মদপুরের ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

যারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেজে দেশের আন্ত জেলা সড়ক-মহাসড়কে ডাকাতি করে।

এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তোলেন মোহাম্মদপুরেই কেন এত অপরাধ, এর পেছনে মোহাম্মদপুরের সাবেক সরকারদলীয়রা কলকাঠি নাড়ছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোহাম্মদপুরের কাউন্সিলর আসিফ ও রাজিব, এদের পৃষ্ঠপোষকতা ও লালন-পালনের কারণে জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যান্টনমেন্টে রূপ নিয়েছিল। আমরা সেই জেনেভা ক্যাম্পকে গুঁড়িয়ে দিয়েছি। এখন জেনেভা ক্যাম্পে কোনো গডফাদার নেই।

আগে জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষ ঢুকতে সাহস পেত না। আমরা সেই জেনেভা ক্যাম্প এখন উন্মুক্ত করে দিয়েছি। যে কেউ যেকোনো সময় জেনেভা ক্যাম্পে যেতে পারবেন। কোনো অসুবিধা নেই। তবে এখনো মাদক আছে।

এটা আমাদের অবজারভেশনে আছে। আমরা যেকোনো সময়ে এটার ব্যবস্থা নেব।

তিনি বলেন, মোহাম্মদপুর, আদাবর, বসিলাকেন্দ্রিক যারা রাজনৈতিক পরিচয়ে নেতা ছিল, তাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাংগুলো আজকে এত বেপরোয়া হয়েছে। কিশোর গ্যাংগুলো তারা লালন-পালন করেছেন। তাদের ছত্রচ্ছায়ায় এরা বড় হয়েছে। তাদের পরিচয়ে এরা পরিপূর্ণতা লাভ করেছে। তারা পালিয়ে যাওয়ার কারণে গ্যাংগুলো বেপরোয়াভাবে এলাকায় আধিপত্য বিস্তার করছে।

সাবেক কাউন্সিলররা বা কেউ এদের ইন্ধন জোগাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা আগে একটা পরিচয়ে বড় হয়েছে। সুতরাং তাদের ইন্ধন অবশ্যই থাকতে পারে। যেহেতু একটা ছত্রচ্ছায়ায় তারা লালন-পালন হয়েছে সুতরাং সেই ইনফুলেন্সটা কাজে লাগাতে পারে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা