• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নির্মাতা স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী মানসী

   ১০ মার্চ ২০২৫, ০৩:২২ পি.এম.

বিনোদন প্রতিবেদক
‘বেক্কল বউ’ নাটকের মধ্যদিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী মানসী প্রকৃতি। আর এই নাটকের নির্মাতা আদিবাসী মিজান। ভালোবাসে এই নির্মাতাকে বিয়ে করেন মানসী। কিন্তু সেই সংসার জীবন যে ভালো যাচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট।

স্বামী আদিবাসী মিজানের প্রতি বিরক্ত হয়ে গতকাল রোববার তাকে পুলিশে দিলেন স্ত্রী মানসী প্রকৃতি। আর ওই সময় অভিনেত্রী ছিলেন ফেসবুক লাইভে। এসময় অভিনেত্রী বলতে থাকেন, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর, … এই মানুষের আর কী থাকে। মদ খাইয়া সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছেন। যে আমাকে নিয়ে যেসব কথা বলে যাচ্ছে, তাকে তার প্রমাণ দিতে বলেন; প্রয়োজনে লাইভে আসতে বলেন। আমি আর মেনে নিতে পারছি না।’

লাইভে আদিবাসী মিজানকে নেশাগ্রস্থ অবস্থায় চিৎকার করতে দেখা গেছে। মানসীও এসময় অভিযোগ করে বলেন, ‘আদিবাসী মিজান বলছে নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে কাজ করতে পারিনি বলে আমি তাকে মেরেছি। আমি তাকে কেন মারব। রোজার সময় সে রোজা না রেখে মাদ খেয়ে যাচ্ছে। আর বাজে সব কথা বলে যাচ্ছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি আজকে বাধ্য হয়েছি লাইভে আসতে; ওকে পুলিশে দিতে। একটা মানুষ প্রতি রাত বাহিরে কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনো লাভ হয়নি। আমি এই কথাগুলো ওর পরিবারকে বলেছি। ওর মাকে, বোনকে বলেছি। তাদের কাছেও সাহায্য চেয়েছি, ওকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি। বরং ও আমার নামে আজেবাজে কথা বলে যাচ্ছে। আর মেনে নেওয়া যায় না।’

উল্লেখ্য, নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন মানসী প্রকৃতি। তবে এই মুহূর্তে অভিনেতীর ব্যস্ততা নাটক নিয়েই। সম্প্রতি কাজ করেছেন বেশ ক’টি নাটকে। এর মধ্যে ‘দুই বউ বয়রা’, ‘বেক্কল না সোজা’ অন্যতম। এ ছাড়া ‘বউ বেক্কল’ নাটকের সিক্যুয়েল আসবে সামনে। একক নাটক ছাড়াও পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাসবেন্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিক নাটকে কাজ করছেন মানসী প্রকৃতি।

মানসী প্রকৃতি অভিনীত ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’, ‘জল শ্যাওলা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দুই ঘণ্টা ১০ মিনিট’ ও ‘রং রোড’ নামে দুটি সিনেমার।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল