• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সংক্রমণের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি: ট্রাম্প

   ১০ মার্চ ২০২৫, ০৪:৫২ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে আছি। কারণ আমরা আমেরিকায় সম্পদ ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিচ্ছি। ট্রাম্প তার প্রশাসনের কিছু নীতির পরিবর্তনের পর মার্কিন অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে রোববার (৯ মার্চ) এমন মন্তব্য করেছেন। তবে তিনি এই বছর মার্কিন অর্থনীতিতে মন্দার পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্পের বাণিজ্য নীতির পরিবর্তনের ফলে মার্কিন বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এছাড়াও চীন তাদের কৃষিপণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে, যা মার্কিন কৃষকদের ওপর প্রভাব ফেলতে পারে। অবশ্য এই বছর মন্দার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সংক্রমণের সময়কাল’ চলছে।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অবশ্য জোর দিয়ে বলেছেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে কোনও সংকোচন হবে না। তবে স্বীকার করেছেন যে, ট্রাম্প প্রশাসনের নতুন ‘পালটা শুল্ক’ নীতির ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। তবে এটি দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য লাভজনক হবে বলে তিনি আশা করছেন তিনি।

চীনের শুল্কের প্রতিক্রিয়ায় কানাডা এবং মেক্সিকো তাদের নিজস্ব পালটা শুল্ক আরোপ করেছে, যা সোমবার থেকে কার্যকর হচ্ছে। এই বিষয়টি উত্তর আমেরিকায় বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

রোববার সম্প্রচারিত কিন্তু বৃহস্পতিবার রেকর্ড করা ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্দা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, আমি এ ধরনের ভবিষ্যদ্বাণী করতে ঘৃণা করি। এখানে একটি পরিবর্তনের সময়কাল রয়েছে। কারণ আমরা যা করছি তা খুবই বড়। আমরা আমেরিকায় সম্পদ ফিরিয়ে আনছি। এটা একটা বড় ব্যাপার।

তিনি বলেন, এতে একটু সময় লাগছে। কিন্তু আমার মনে হয় এটা আমাদের জন্য ভবিষ্যতে কল্যাণ বয়ে আনবে। গত সপ্তাহে আমেরিকা মেক্সিকো এবং কানাডা থেকে আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ করে কিন্তু মাত্র দুই দিন পরেই অনেক পণ্যকে ছাড় দেয়।

সোমবার ১০ মার্চ থেকে চীনে প্রবেশকারী কিছু মার্কিন কৃষিপণ্য - মুরগি, গরুর মাংস, শুয়োরের মাংস, গম এবং সয়াবিন - ১০ থেকে ১৫ শতাংশ নতুন শুল্কের সম্মুখীন হবে।

ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপর একটি সম্পূর্ণ শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশ করে। প্রতিক্রিয়ায় বেইজিং যুক্তরাষ্ট্র থেকে কিছু কৃষিপণ্য আমদানির ওপর প্রতিশোধমূলক কর ঘোষণা করেছে।

চীনের পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের কান্ট্রি ডিরেক্টর হান শেন লিন বিবিসির টুডে প্রোগ্রামে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের মধ্যে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে যা প্রমাণ করে যে কোনও পক্ষই সহজে পিছু হটবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত