• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভালোবাসায় ভাঙন ধরে কেন—যে ব্যাখ্যা দিলেন ক্যাটরিনা

   ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৭ পি.এম.

বিনোদন ডেস্ক

একসঙ্গে পথ হাঁটার ভাবনা নিয়েই শুরু হয় প্রেমের সম্পর্কগুলো। একটা সময় সম্পর্কের গাঢ় গিঁটে আটকে পড়েন দু’জন। ভালোবাসায় রঙিন হয় দুটি মন। কিন্তু কখনো কখনো প্রেমের সেই রঙ ফিকে হয়েও আসে। আলাদা হয় দুটি পথ। যে মানুষটি জীবনের অভ্যাস, সেই অভ্যাস পেছনে ফেলে একরাশ বিরহ নিয়ে এগিয়ে যেতে হয় সামনে। কিন্ত কেন এমন হয়? তার একটি ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ভিকি কৌশলকে বিয়ে করে সংসারী হয়েছেন ক্যাটরিনা। এর আগে বলিউডের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে ক্যাটের। সালমান খান থেকে রণবীর কাপুর, ক্যাটের প্রেমজীবন নিয়ে রঙিন চর্চা কম হয়নি। যদিও জীবনের সফরসঙ্গী হিসাবে ভিকির হাত-ই ধরেছেন। তবে জীবনে যতবার প্রেম এসেছে এবং বিচ্ছেদ হয়েছে, প্রতিটি সম্পর্ক থেকেই শিক্ষা নিয়েছেন ক্যাটরিনা।

নায়িকার মতে সম্পর্ক ভেঙে যাওয়ার একটি কারণ হলো উল্টোদিকের মানুষটির প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। ক্যাটরিনা বলেন, ‘হতেই তো পারে সঙ্গী সব সময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সব সময় পারবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তখনই উল্টোদিকের মানুষটির প্রতি উৎসাহ হারাতে শুরু করবেন। সম্পর্কে থাকতে আর ইচ্ছা করবে না। সম্পর্কে ভাঙনের সূত্রপাত এখান থেকেই।

ক্যাটরিনা নির্ভরশীলতা থেকে দূরে থাকতে বলছেন। ক্যাটরিনার মতে, কাউকে সুখী রাখা, আনন্দে রাখার দায়িত্ব কেউ নিতে পারে না। কোনো একটা সময় ব্যর্থ হতেই হয়। তখনই অভিযোগের বন্যা বয়ে যায়। সম্পর্ক থেকে অব্যাহতির ভাবনা ঘোরে মাথায়।

তাহলে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় কী? এই প্রশ্নে ক্যাটরিনা বলেন, ‘সম্পর্কে নির্ভরশীলতা বাদ দিতে হবে। একে-অপরের প্রয়োজন না হয়ে, ভালো বন্ধু হওয়া জরুরি। একে-অপরের প্রতি শুধু ভালোবাসা, উজাড় করা আবেগ, মুগ্ধতা থাকুক।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল