• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কিশোরগঞ্জ

জামায়াতের আইনজীবী বিভাগের ইফতার মাহফিল

   ১৭ মার্চ ২০২৫, ০৮:৩০ পি.এম.

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী বিভাগের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) শহরের একটি পার্টি সেন্টারে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ল' ইয়ারস কাউন্সিলের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডবোকেট মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, বাংলাদেশ ল' ইয়ারস কাউন্সিল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আইন সম্পাদক অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমির মাওলানা আ.ম.ম. আব্দুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডবোকেট মো. সাইফুর রহমান বলেন, আমরা রাষ্ট্রের আইনজীবী হিসেবে কাজ করছি। আমরা কোন পক্ষের আইনজীবী নই। এজন্য কোন মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে লিগ্যাল ওয়েটা সবচেয়ে বেশি সামনে নিয়ে আসতে হবে। কারণ হলো যেকোন ভাবে লোকটাকে আটকে রাখতে হবে অথবা যেকোন ভাবে লোকটাকে মুক্তি দেওয়া যাবে না এরকম কোন কাজের জন্য ডেপুটি এটর্নি জেনারেল, এডিশনাল এটর্নি জেনারেল ও পিপি এগুলো নিয়োগ দেয়া হয়নি। এগুলো নিয়োগ দেয়া হয়েছে রাষ্ট্রকে বিশেষ করে আদালতকে সহযোগিতা করার জন্য। আপনারা আপনার আইনের সর্বোচ্চ চেষ্টাটা এখানে প্রয়োগ করবেন। সিদ্ধান্ত নেবে আদালত। এই প্রক্রিয়ায় যদি আমরা বাংলাদেশে কাজ করি তাইলে একটি ন্যায় বিচারের পথ সুগম হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই