• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

লুঙ্গি পরে প্রচারণায় বুবলী

   ১৯ মার্চ ২০২৫, ০৪:১৩ পি.এম.
চিত্রনায়িকা শবনম বুবলী

বিনোদন প্রতিবেদক
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ‘জংলি’র প্রচার-প্রচারণা।

তারই অংশ হিসেবে ভিন্নরকম এক প্রচারণায় অংশ নিলেন বুবলী। গতকাল মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লুঙ্গি পরে হাজির হন ‘জংলি’র অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে “জংলি” সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

এদিকে বুবলী পোস্ট ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। এমন ব্যতিক্রম প্রচারণা- দারুণ উপভোগ করছেন তারা। কেউ বলছেন, সিনেমায় সাহসী কোনো চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। আর এটা হয়তো সিনেমার কোনো একটি দৃশ্য।

এর আগে, ‘টান’ ওয়েব সিনেমায় একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। অবশেষে ‘জংলি’ দিয়ে বড়পর্দায় জুটি হতে যাচ্ছেন তারা।

বুবলী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, “জংলি”র গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’

পরিচালক এম রাহিম বলেন, “জংলি” যে ধরণের গল্প। সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। সিয়াম-বুবলীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আশা করি, ঈদে দারুণ কিছু উপহার দিতে পারব।’

উল্লেখ্য, আজাদ খানের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এর চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বহুল পরিচিত সুরকার প্রিন্স মাহমুদ। এত সিয়াম-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল