• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সার্বভৌমত্ব রক্ষায়

জাতীয় ঐক্য অটুট রাখতে হবে : খেলাফত মজলিস

   ২৬ মার্চ ২০২৫, ০৮:২০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১’র স্বাধীনতাকে অর্থবহ করতে স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিত করতে হবে।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের পতনের পর সুযোগ এসেছে জনগণের অধিকার নিশ্চিত করার। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রসর হতে হবে।

রাজধানীর পল্টনস্থ মজলিস মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যঅপক কাজী মিনহাজুল আলম, মহানগরী সহ সভাপতি মাস্টার মল্লিক কিতাব আলী, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি সিরাজুস সালেহীন প্রমুখ।

সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও ২৪ ’র ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতের সুস্থতার জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস