• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে আমিরাতে ঈদ উদযাপন

   ৩০ মার্চ ২০২৫, ০৩:৩১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। গাল্ফ নিউজ প্রকাশিত বেশকিছু ছবিতে আমিরাতের বিভিন্ন মসজিদ ও ময়দানে মুসল্লিদের মুসল্লিদের ব্যাপক ভিড় দেখা গেছে।

সৌদি আরবের প্রতিবেশী দেশটিতে শনিবার(২৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে রোববার (৩০ মার্চ) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, আমিরাতে রোববার (৩০ মার্চ) ভোর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে। দেশজুড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ও নামাজের মাঠে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আমিরাত জুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করে দেশটির সরকার। বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে আরব আমিরাতের সময় দুই ঘণ্টা পিছিয়ে রয়েছে।

রাজধানী আবুধাবিতে ঈদের জামাত স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯ মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কানে ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার