• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

হুইল চেয়ার

সিনেমা দেখতে এলেন মোশাররফ করিম

   ৩০ মার্চ ২০২৫, ০৬:০৫ পি.এম.

বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ‘চক্কর ৩০২’ সিনেমার প্রিমিয়ারে তাকে দেখা গেল হুইলচেয়ারে বসে আছেন! ঢাকার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে দর্শকরা অবাক হয়ে দেখলেন, হুইলচেয়ারে প্রবেশ করছেন তাদের প্রিয় অভিনেতা। পরনে পাঞ্জাবি, মাথার চুল এলোমেলো, আর ডান পায়ে ব্যান্ডেজ। মুহূর্তেই এটি নিয়ে আলোচনা শুরু হয় – কী হয়েছে মোশাররফ করিমের?

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমাটি। শাকিব খান ও আফরান নিশো অভিনীত সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে এটি। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে।

প্রিমিয়ারে মোশাররফ করিমের হুইলচেয়ারে বসে আসার বিষয়টি অনেকের কৌতূহলের জন্ম দেয়। অনেকেই ভাবেন, এটি কি সিনেমার প্রচারের কোনো কৌশল? তবে সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন নিশ্চিত করেন, এটি প্রচারের কোনো অংশ নয়।

তিনি জানান, মোশাররফ করিমের পায়ে অস্ত্রোপচার হয়েছে। তবুও সিনেমার প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে তিনি প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন। পরিচালকের ভাষায়, ‘এজন্যই মোশাররফ ভাই সেরা।’

মোশাররফ করিম বলেন, ‘এখানে যারা সিনেমাটি দেখলেন, তারাই বলতে পারবেন এটি কেমন হয়েছে। তবে আমি বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন। পরিচালক জীবন সবার কাছ থেকে অভিনয়টা বের করে নিয়েছেন। নতুন কিছু শিল্পীও এতে কাজ করেছেন, যারা অসাধারণ পারফর্ম করেছেন। আমি খুবই আশাবাদী যে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমার প্রথম নাম ছিল ‘বিচারালয়’। পরে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয় ‘চক্কর ৩০২’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্তসহ অনেকে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’