• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঈদের দিন

বন্দিদের একনজর দেখতে কারাগারে স্বজনরা, দীর্ঘ লাইন

   ৩১ মার্চ ২০২৫, ০৪:২৮ পি.এম.

সারা দেশের কারাগারগুলোতে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন প্রায় ৭০ হাজার বন্দি। সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ আদায়, দিনভর বিশেষ খাবার এবং বন্দিদের জন্য রয়েছে নানা ধরনের আনন্দঘন মুহূর্তের আয়োজন। সুযোগ পাচ্ছেন স্বজনদের সঙ্গে বিশেষ সাক্ষাতেরও।

সাক্ষাৎ ভবনের সামনে দেখা যায় বন্দিদের স্বজনদের উপচেপড়া ভিড়। কারাবন্দি থাকা পরিবারের সদস্যদের অনেকের গায়ে নেই ঈদের নতুন পোশাক, ছুঁতে পারেনি ঈদের আনন্দ। 
কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষমাণ প্রত্যেকের গল্প একই সূত্রে গাঁথা, কারাবন্দিদের স্ত্রী-সন্তান, বাবা, মা এবং পরিবারের অন্যরা ছুটে এসেছেন ঈদের দিনে সাক্ষাৎ করতে।
 
বন্দিদের সঙ্গে দেখা করতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন স্বজনরা। ঈদের দিনে নিদারুণ দৃশ্য দেখা যায় কারাগারে। স্বজনদের পাশে নিরাপত্তা বেষ্টনী, আবার বন্দির পাশেও নিরাপত্তা বেষ্টনী। মধ্যখানে চোখে দেখা ও কথা বলার যতটুকু ফাঁকা, তা দিয়েই স্বজনরা কথা বলছেন বন্দির সঙ্গে। বন্দিদের কান্না কর‍তে দেখা গেছে, চোখের জলে ভাসেন স্বজনরাও।

একজন বন্দির সঙ্গে স্বজনরা সাক্ষাতের সময় পান আধা ঘণ্টা। কিন্তু স্বজনদের জন্য এই সময়টা যেন ফুরিয়ে যায় চোখের পলকে। শেষ হয় না কথা বলা।
 
অনেকেরই অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আবার কারও অভিযোগ, আইনি জটিলতার শিকার হয়ে তাদের বন্দিকে ছাড়াতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
 
কারাগারে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বজনদের ভিড় আরও বাড়বে। আর ঈদের পরদিন ভিড় সামলানো কঠিন হয়ে যায়।
 
সব বন্দির পরিবার কি আসেন? এমন প্রশ্নে সেই নিরাপত্তা কর্মী জানান, এমন অসংখ্য ব্যক্তি কারাগারে আছেন যাদের দেখতে পরিবারের সদস্যরা আসেন না। কারও কারও তো পরিবারই নেই।
 
এই নিরাপত্তা কর্মী এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন, তার নাম আকমল মিয়া। গতমাসে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। আকমল জানান, পরিবারের কেউ নেই এমন এক ব্যক্তির সঙ্গে হাজতে পরিচয় হয় তার। গড়ে ওঠে বন্ধুত্ব। জেল থেকে ছাড়া পাওয়ার আগে কথা দিয়েছিলেন, ঈদের দিন দেখা করতে আসবেন। কথা রাখতেই তিনি এসেছেন এখানে।
 
কারা অধিদফতরের সবশেষ হিসাব অনুযায়ী, দেশের কারাগারগুলোয় ৪২ হাজার ৪৫০ জন ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দি আছেন মোট ৬০ হাজার ৯১৪ জন। এর মধ্যে পুরুষ বন্দি ৫৮ হাজার ৮৯০ ও নারী রয়েছেন ২ হাজার ২৪ জন। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৭ জন, কাশিমপুরে চারটি কারাগারে ৬২ জনসহ ঢাকা বিভাগের অন্যান্য কারাগার মিলিয়ে মোট ১২৫ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন।
 
কারা অধিদফতরর সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে দেশের সব কারাগারেই নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। সেইসঙ্গে দিনভর থাকবে বন্দিদের অংশগ্রহণে নানা আয়োজন। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
 
সন্ধ্যায় কারারক্ষী ব্যারাকে কর্মকর্তা-কর্মচারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যার পর স্টাফদের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া ঈদের তিনদিন পরিবারের সঙ্গে একটি বিশেষ সাক্ষাতেরও সুযোগ পাবেন সব কারাবন্দি।
 
বন্দিদের জন্য ঈদের দিনের খাবারে থাকছে বৈচিত্র্য। সকালে নাশতা হিসেবে দেয়া হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবার পোলাও, গরু বা খাসি, রোস্ট, মিষ্টি, কোমল পানীয় ও সালাদ। রাতে দেয়া হবে সাদা ভাত, মাছ, বুটের ডাল ও ডিম।
 
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ঈদের পরদিন বাসায় রান্না করা খাবার (পোলাও, সাদাভাত, মাছ, মাংস, খিচুড়ি ও রুটি) বন্দিদের জন্য কারাভ্যন্তরে দেয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন