• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পঞ্চগড়ে কুকুরের কামড়ে আহতরা বিপাকে

   ১ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পি.এম.

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে গত এক মাস ধরে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন কুকুরের কামড়ে আহতরা। সরকারি ভ্যাকসিন না পেয়ে বেশি দামে দোকান থেকে কিনতে হচ্ছে তাদের।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হাসপাতালের জলাতঙ্কের সেবা দেয়া কক্ষে রোগীদের ভিড়। কুকুরের কামড়ে আহত হয়ে ভ্যকসিন নিচ্ছেন তারা। জানা যায়, সম্প্রতি পঞ্চগড়ে বেড়েছে কুকুরের কামড়ে আক্রান্তদের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে সেবা নিতে আসছেন রোগীরা। তবে জেলার সরকারি হাসপাতালগুলোতে গত এক মাস ধরে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন।

রোগী ও স্বজনরা বলছেন, ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে বেশি দামে ওষুধের দোকান থেকে কিনছেন। এতে বিপাকে পড়েছেন তারা। বাইরে ফার্মেসি থেকে ৫৩০ থেকে ৫৬০ টাকা দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে। তবে অনেকে দরিদ্র হওয়ায় এ দামে বাইরের ভ্যাকসিন কিনতে পারছেন না। তাই সরকারিভাবে দ্রুত হাসপাতালে ভ্যাকসিন বিনামূল্যে সাপ্লাই করার দাবি।

জেলার তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামের কুকুরের কামড়ের শিকার আব্দুল্লাহ সময় সংবাদকে বলেন,  রাস্তায় হাঁটার সময় বেওয়ারিশ কুকুর এসে কামড় দেয়। এর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে টিকা না পেয়ে পঞ্চগড় সদর হাসপাতালে এসেছি। কিন্তু এখানে এসে না পেয়ে বাইরে থেকে কিনতে হলো।

কুকুরের কাপড়ে আক্রান্ত নুরুজ্জামাল হক বলেন, ‘হাসপাতালে সরবরাহ নেই বলে জানিয়েছেন নার্সরা। তাই বাইরে ফার্মেসি থেকে কিনে এনে দিয়ে হাসপাতালের নার্সদের কাছে টিকা নিতে হলো।’

হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, বর্তমান জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে জলাতঙ্কের টিকা নিতে আসা রোগীর সংখ্যা। প্রতিদিন ছুটে আসা রোগীদের স্বাস্থসেবা নিশ্চিত করতে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে হাসপাতালে নেই জলাতঙ্কের টিকার সরবরাহ।
 
পঞ্চগড়ের সিভিল সার্জন অফিসের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রিনা বলেন, বর্তমানে প্রতিনিয়ত হাসপাতালে জলাতঙ্কের টিকা নিতে রোগীরা আসছেন। তবে অন্যান্য জেলার মতো পঞ্চগড়েও এ টিকার সরবরাহ নেই। আমরা চাহিদা পাঠিয়েছি। আশা করি, দ্রতু এই টিকা হাসপাতালে পাওয়া যাবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুলা বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস
মুলা বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস
শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শিক্ষদের ৫ দফা দাবিতে মতবিনিময় সভা
রাজবাড়ীতে শিক্ষদের ৫ দফা দাবিতে মতবিনিময় সভা