• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পুতুল নাচের নামে অশ্লীলতা, গুঁড়িয়ে দিল প্রশাসন

   ২ এপ্রিল ২০২৫, ০১:০১ পি.এম.

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর দোল যাত্রার মেলায় অনুমোদন না নিয়ে পুতুল নাচের নামে অশ্লিলতা চলছিল। 

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মেলায় গিয়ে দু’টি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার গোপীনাথপুরে ৫০০ বছরের ঐতিহ্যবাহী দোল যাত্রার মেলা বসে। মেলায় ঘোড়া, গরু, মহিষ, কসমেটিকস, মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ক্রয়-বিক্রয় মাসব্যাপী চলে। এবারের মেলা রমজান মাসে হওয়াই সাংস্কৃতিক ও বিনোদনের কোনো অনুমোদন ছিল না। ১ এপিল থেকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে এবার একটি যাত্রপালার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।

প্রশাসনের অনুমোতি না নিয়ে মঙ্গলবার বিকাল থেকে মেলায় দু’টি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেলে দেদারছে অশ্লিল নিত্য প্রদর্শিত হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম পুলিশ ফোর্স নিয়ে মেলায় গিয়ে পুতুল নাচের দু’টি প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছে পুতুল নাচের আয়োজকরা।

মেলা দেখতে আসা একজন দর্শনার্থী বলেন, আমি পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছিলাম। এসে দেখি এখানে পুতুল নাচের ভেতরে অশ্লিল নাচ দেখানো হচ্ছে।

মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, মেলায় প্রশাসনের অনুমতি না নিয়ে দু’টি পুতুল নাচ (ছায়াবাজি) চলছিল। সেখানে অশ্লিল নিত্য প্রদর্শনের অভিযোগে অনুমোদনহীন দু’টি প্যান্ডেলই ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে তারা পুতুল নাচের নামে অশ্লিল নৃত্য প্রদর্শন করছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রাতেই মেলায় গিয়ে দু’টি পুতুল নাচের প্যান্ডেলই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সুপারিশক্রমে শিল্প কলা একাডেমিক কর্তৃক অনুমোদিত একটি যাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানেও অশ্লিলতার অভিযোগ পেলে বন্ধ করে দেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
পাবনায় ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ
পাবনায় ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ
রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত
রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত