• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জ ছাত্রলীগ সভাপতি

চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেলেন না আপন চাচা

   ২ এপ্রিল ২০২৫, ১০:৪২ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে চাচার ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরুলের বিরুদ্ধে।  

গত মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নিকলী উপজেলার কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে চাচা হাজী মো. রূপালী বাদি হয়ে গতকাল রাতে নিকলী থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলো- নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হাসান (৩৬) তার বড় ভাই যুবলীগ নেতা জহুরুল হক(৩৮) সহ আরও কয়েকজন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়ে পালিয়ে থাকলেও কয়েক দিন যাবত আবারও এলাকায় বেপরোয়া হয়ে ওঠেছে ওই ছাত্রলীগ নেতা কর্মীরা। যাদের বিরুদ্ধে এর আগে বিস্ফোরক আইনে মামলাসহ বিভিন্ন অপকর্মের মামলা রয়েছে থানায়। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে নিকলী উপজেলার কর্শা এলাকায় আলতাব ব্রিক্স এর অফিসে বসে ঠিকাদার থেকে প্রাপ্ত টাকা গণনা করছিলেন হাজী মো. রূপালী। এসময় নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হাসান ও তার বড় ভাই যুবলীগ নেতা জহুরুল হক(৩৮)সহ আরও কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চাচা হাজী মো. রূপালীকে আহত করে ১২ লাখ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। 

এ ব্যাপারে, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন জানান,  বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। তবে তার বিরুদ্ধে ইতিপূর্বে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ বিষয়ে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল