• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড. ইউনুসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

   ৮ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দেশটির এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার ডি হাস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয়ে টা এখনও জানা যায়নি। বৈঠকে বিডা ও বেজা’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

পিটার ডি হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালেই এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এই পেশাদার কূটনীতিক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ
বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ
সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত : প্রেস সচিব
সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত : প্রেস সচিব
নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে: ইসি সচিব