• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামীতে বিনিয়োগের স্বর্গরাজ্যে রূপান্তরিত হবে বাংলাদেশ

   ১০ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীতে বিনিয়োগের স্বর্গরাজ্যে রূপান্তরিত হবে বাংলাদেশ। তিনি বলেন, তরুণ প্রজন্মকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল সোয়া ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিদলের অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন— যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিত সাগুপ্তা বুশরা মিশমা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ ফয়সাল।     

নাসীরুদ্দিন বলেন, গ্রিন ও হাইটেক এনভায়রনমেন্টে কৃষিভিত্তিক সেক্টর, স্বাস্থ্য খ্যাত, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর ও অ্যাগ্রো খাতে কিভাবে সমন্বয় করে কাজ করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশে পুরো বিশ্নের ম্যানুফেকচারিং হাব বানানো, ব্লু ইকোনমিকে একটি নতুন শক্তিতে রূপান্তরের বিষয়েও কথা হয়েছে। আশা করি, এর মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত হবে।

নাসীরুদ্দীন বলেন, আমাদের দেশের চার দশমিক চার পয়েন্ট জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব রয়েছে। তাদেরকে জানিয়েছি— আমরা ঘরে ঘরে চাকরি নিশ্চিত করবো। কোন কোন সেক্টরে ফোকাস করে কাজ করবো, তাও তুলে ধরেছি। তারা জানিয়েছেন, গত ৫৩ বছরে বাংলাদেশে কাজ করতে গিয়ে তারা কোথাও ঘুষের সম্মুখীনসহ বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমরা বলেছি, ক্ষমতায় গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবো।

এক্ষেত্রে যে ধরনের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, সে বিষয়ে তরুণ প্রজন্ম তাদেরকে সহযোগিতা করবে। একটি ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো। এটি সম্ভব হলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণাভ্যুত্থান ও ২৪ এর শহীদ ও আহতদের রক্তের দাম আমরা ওঠাতে পারবো। আমরা চাই, বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে। এই প্রত্যাশায় বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে যাবো। বাংলাদেশের আর্থিক সেক্টরগুলো নতুনভাবে গড়ে তুলবো। নারীদের উৎপাদনমুখী কাজে সহযোগিতা করা হবে।

কোনও কারণে বিরোধী দলে গেলে নাগরিক পার্টি হরতাল-অবরোধ বা জ্বালাও-পোড়াও করবে না বিনিয়োগ সামিটে এ ধরনের কোনও প্রতিশ্রুতি দিয়েছেন কি,  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,  তারা স্থিতিশীলতার বিষয়ে রাষ্ট্রের কমিটমেন্ট চেয়েছে। তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর ধারাবাহিকতা থাকলে আশা করি— একটি ব্যবসায়িক পলিসি দেখতে পাবো। নতুন বাংলাদেশে কোনও ধরনের ধ্বংসাত্মক পলিসি নেই বলে তাদেরকে জানিয়েছি। রাজনৈতিক দল হিসেবে এনসিপিও এ জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বাংলাদেশের সব প্রতিষ্ঠানের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করবো।

তিনি জানান, সামিটে বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য ও চায়নাসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন। অনেক দেশি-বিদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মপরিকল্পনা কেমন হবে, সে বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেয়া হয়েছিল। তা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছেন তারা। আমরা আমাদের জায়গা থেকে তা নিশ্চিত করেছি।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম