• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সিলেট

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

   ১২ এপ্রিল ২০২৫, ০১:৩১ পি.এম.

সিলেট প্রতিনিধিঃ 

সিলেট নগরীতে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পিটিয়েছেন নগরের মাছিমপুর এলাকার স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, শুক্রবার বিকালে ক্রিকেট খেলা শেষে কোল্ড ড্রিংস খাওয়ার সময় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ গুরুতর আহত হন। পরে আজিজের অনুসারীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মাছিমপুর এলাকায় গিয়ে সাবেক নারী কাউন্সিলরের বাসায় হামলা চালায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে গেলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সঙ্গে নগরীর গার্ডেন টাওয়ার এলাকায় বসা নিয়ে মাছিমপুর এলাকার দিপু নামে এক ব্যক্তির সংঘর্ষ হয়। দিপু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা যায় এবং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। হামলায় আজিজ ও যুবদল কর্মী রুম্মান খান মুন্না আহত হন। আহত আজিজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর অনুসারী বলে জানা গেছে।

তারা জানান, খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এতে নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তখন এলাকাবাসী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে ও মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, এটা সিলেটের রাজনীতির জন্য মোটেও শোভনীয় নয়। যারা এ কাজ করেছে তারা জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মামলার আসামি। ছাত্রলীগ নেতা দিপু ও মন্জুসহ কয়েকজন মামলার আসামি থাকা সত্ত্বেও প্রশাসন আইনের আওতায় নিয়ে আসতে না পারায় এ ধরনের ঘটনা ঘটেছে। তারা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন