• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে আটক প্রেমিক

   ১৩ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রেমিকাকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়েছেন এক যুবক। বড় একটি স্যুটকেস নিয়ে হোস্টেলে ঢোকার সময় ওই যুবককে আটকায় সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপর সেই স্যুটকেসের চেইন খুলতেই অবাক হয়ে যায় সবাই। কেননা স্যুটকেসের ভেতর লুকিয়ে ছিলেন এক তরুণী!

ওই ঘটনার ভিডিও লুকিয়ে ধারণ করে সেই যুবকেরই সহপাঠীরা। তাতে দেখা যায়, স্যুটকেসের ভেতর গুটিসুটি মেরে বসে রয়েছেন এক তরুণী। তাৎক্ষণিকভাবে দুজনের সম্পর্ক জানা না গেলেও নেটিজেনদের দাবি তরুণীটি ওই যুবকের প্রেমিকা।

জানা গেছে, ঘটনা ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তার পেরিয়ে তা অসম্ভব ছিল। তাই মাথা খাটিয়ে উপায় বের করেন। স্যুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবনা তেমন কাজ। প্রেমিকাকে স্যুটকেসে পুরে নিয়ে সোজা রুমের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই ধরে নিরাপত্তাকর্মীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হোস্টেলের নিরাপত্তা কর্মীরা কীভাবে ওই তরুণীর স্যুটকেসে লুকিয়ে থাকার কথা জানতে পেরেছিলেন তা জানা যায়নি। তরুণীটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বাইরের কেউ তাও স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের জন্ম দেওয়া এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানায়। তবে ভাইরাল এই ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি। যদিও পুরো ঘটনায় মজা পেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ